বর্তমান সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ভর্তুকি মূল্যে বিরলে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্য বিক্রি কার্যক্রমের শুরু হয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে ৪টি পণ্যের প্যাকেট পাচ্ছেন পৌরসভার ১ হাজার ১৭৯ জন কার্ডধারী।
শুক্রবার (০৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভা চত্বরে টিসিবি’র পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর-মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
এ সময় পৌর সচিব হরানন্দ, পৌর-কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন ঃ বিরলের এক মেধাবী ছাত্রের কিডনি ট্রান্সফারের জন্য দোয়া ও সাহায্য কামনা
উপকারভোগীদের মাঝে লিটার প্রতি সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫, মসুর ডাল ৬৫ টাকা ও পিঁয়াজ ২০ টাকা কেজি হারে বিক্রি করা হয়েছে।

Post a Comment