দিনাজপুরে গত ২৪ ঘন্টায় হাকিমপুরে নতুন করে আরো একজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টায় সিভিল সার্জনের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নতুন আরো একজন করোনায় আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেন। হাকিমুপরে নতুন আক্রান্ত ব্যক্তির বয়স আনুমানিক (২৩)। জেলায় ২৭ এপ্রিলের পর নতুন একজন করোনা রোগি শনাক্ত হলো।
সিভিল সার্জন জানান, করোনা শনাক্তের জন্য বুধবার ৫৩টি নমুনাসহ এ পর্যন্ত ৫৮৯টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবেরটরীতে পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ৮৯টিসহ এ পর্যন্ত ৫২৭টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ১৬ জনের পজিটিভ পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হবে প্রাপ্ত ফলাফল ৩৯৯টি, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১২৩টি ও আইইডিসিআর হতে প্রাপ্ত ফলাফল ৫টি।
এদিকে দিনাজপুরে সরবরাহকৃত নমুনা সংগ্রহ কীট রয়েছে ৮৫৬টি আর মজুদকৃত নমুনা কীট ৯০টি এবং নমুনা সংগ্রহ স্টীক ১৪০টি। এছাড়া অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১৬২টি ও ফ্লো মিটার ৪৫টি।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সবাই আগে থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিল। বর্তমানে তাদেরকে হোম আইসোলেশনে আলাদা করে রাখা হয়েছে। তিনি জানান, আক্রান্তদের মধ্যে ১৫ জন হোম আইসোলেশনে ও নবাবগঞ্জ উপজেলায় একজন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। আমরা নিয়মিত তাদের সাথে যোগাযোগ রক্ষা করছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও প্রটোকল রক্ষা করা হচ্ছে।

Post a Comment