বিরলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত
বিরলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিপন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
আজ শুক্রবার (০৫ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার বিরল পৌরসভার ০৩নং ওয়ার্ডের উত্তর রবিপুর (পূর্বপাড়া) এলাকায় গোসল করার সময় ভেজা হাতে বিদ্যুৎ লাইন স্পর্শ করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রিপনের ০৭ বছর ও ০২ বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
আরো পড়ুন ঃ বিরলে দিন ব্যাপী ফলমেলা অনুষ্ঠিত

Post a Comment