বিরলে জাতীয় পরিচয়পত্রগুলো ফিরে পেলেন শারমিন
বিরল ইউনিয়ন পরিষদের সম্মুখে ২টি জাতীয় পরিচয়পত্র (NID) কুড়িয়ে পাওয়া যায়। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ১০টা ৩৬ মিনিটে উপজেলার সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিরলের সংবাদে পোস্ট করা হয়। এমন সংবাদের ভিত্তিতে কুড়িয়ে পাওয়া জাতীয় পরিচয়পত্র ২টি প্রকৃত কার্ডধারীকে ফেরত দেওয়া হয়েছে।
এর প্রকৃত কার্ডধারী মোঃ মইনুল ইসলাম ও মোছা শারমিন আরা বেগম’কে বিরল ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে জাতীয় পরিচয়পত্রটি সংগ্রহের জন্য বলা হলে মাত্র ২২ মিনিট অতিবাহিত না হতেই ব্যাপক প্রচার হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্রগুলো ফিরে পান।
অদ্য সকাল ১০টা ৫৮ মিনিটে বিরল ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে পৌর-শহরের ০৬নং ওয়ার্ডের বিরল কামারপাড়া এলাকার কার্ডধারী মোছাঃ শারমিন আরা বেগম’কে এর জাতীয় পরিচয়পত্রগুলো ফেরত দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রগুলো তুলে দেন বিরলের সংবাদের পরিচালক ও বিরল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ZI Zohir।
বিরলের সংবাদে পোস্ট হওয়ার পরপরই কার্ডধারী মোঃ মইনুল ইসলামকে ফোন দিয়ে বিষয়টি অবগত করেন ০৬নং ওয়ার্ডের পৌর-কাউন্সিলর আইনুল হক। এছাড়াও ফোন দিয়ে কার্ডগুলো পেতে সহযোগিতা করেন @বিরল ছাত্র-কল্যাণ সমিতি, ঢাকা’র (বাসওয়াদ) সিনিয়র সদস্য মমতাজুর রহমান মিন্টু।
জাতীয় পরিচয়পত্রগুলো ফিরে পাওয়ায় বিরল ডিজিটাল সেন্টার’সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কার্ডধারী মোঃ মইনুল ইসলাম ও মোছাঃ শারমিন আরা বেগম।
আরো পড়ুন ঃ রাজারামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনও

Post a Comment