মাধববাটী প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত
মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের আয়োজনে ২য় বারেরমত মাঠে গড়াচ্ছে মাধববাটী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২২।
আজ সোমবার (০১ আগস্ট) সন্ধ্যায় বুনিয়াদপুর বাজারে মাধববাটী মাঠে অনুষ্ঠিতব্য ০৪ দলের এই টুর্নামেন্ট'কে ঘিরে খেলোয়াড় নিলাম (প্লেয়ার্স ড্রাফট) অনুষ্ঠিত হয়েছে।
দিনক্ষণ চূড়ান্ত নাহলেও খুব শিগগিরই এই টুর্নামেন্ট মাঠে গড়াতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজক কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন।
এবারের টুর্নামেন্টে স্থানীয় ৪৪ জন খেলোয়াড়দের সাথে বহিরাগত আরও ১৬ জন খেলোয়াড় টুর্নামেন্টের মাঠ মাতাবেন।
এদিকে মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা এবং ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেনের সৌজন্যে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ মাধববাটী মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বিরলের সংবাদ।

Post a Comment