বিয়ের পর সিনেমা হলে ফিরছেন নায়িকা মাহি
ঢাকাই সিনেমায় অগ্নিকন্যা হিসেবে খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি। প্রথম সিনেমা দিয়ে তিনি নিজের অভিনয় দক্ষতায় হয়ে ওঠেন এদেশের নির্ভরযোগ্য নায়িকা।
অভিনয়ের শুরুতেই জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে পর্দায় পা রেখেছিলেন। তারপর একের পর সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেন।
তবে মাঝে বিয়ে-বিচ্ছেদ এবং দ্বিতীয় বিয়ে নিয়েও আলোচনায় ছিলেন তিনি। বিরতি দেন অভিনয় থেকেও। গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয় বিয়ের পর স্বামীকে নিয়ে ওমরাহ পালন করেন তিনি। ফলে গুঞ্জন ছড়ায়, অচিরেই হয়ত সিনেমা ছেড়ে দেবেন এ নায়িকা।
নতুন বিয়ের পর মাহির কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে আগামী তিন মাসের মধ্যেই মুক্তি পাবে তার দুটি সিনেমা। এগুলো হলো ‘আশীর্বাদ’ ও ‘যাও পাখি বলো তারে’। দুটি সিনেমাই পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
‘আশীর্বাদ’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। এছাড়াও আছেন কাজী হায়াত, রেহানা জলি, শাহনূর, হারুন রশিদ প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। এ উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা। সেটার অংশ হিসেবে সোমবার (১ আগস্ট) প্রকাশ করা হয় সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।
অন্যদিকে ‘যাও পাখি বলো তারে’ সিনেমায় মাহিয়া মাহির সঙ্গে আছেন শিপন মিত্র ও আদর আজাদ। এটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর।

Post a Comment