আজ ০১/০৮/২০২২ তারিখ দিনাজপুর জেলার সদর উপজেলায় নকল কসমেটিকস বিক্রয়ের অপরাধে দুইজন ব্যক্তিকে ৫০,০০০/- জরিমানা করা হয়। দুজনই ছাত্র। চকবাজার পাইকারি গ্রুপ নামক অনলাইন মাধ্যম হতে বিভিন্ন নিম্নমানের কসমেটিকস সামগ্রী বাজারজাত করে আসছিলো দুজন।।। ভবিষ্যতে এধরনের কাজ করবেনা মর্মে মুচলেকা নিয়ে সতর্কীকরন করা হয়। সেই সাথে দেড় লক্ষাধিক মূল্যের নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়।
সতর্কবার্তাঃ আমরা যারা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি, ব্যবহার শেষে দয়া করে মোড়কটা সম্পূর্ণ ধ্বংস করে তারপর ডাস্টবিনে ফেলুন। কারণ এসব মোড়ক পুনরায় ব্যবহৃত হয় নিম্নমানের পণ্য বাজারজাত করণের জন্য। তখন মোড়ক দেখে নকল যাচাই এর কোনো সুযোগ থাকেনা।

Post a Comment