লোড নিচ্ছি অপেক্ষা করুন

দিনাজপুর জেলা শহরে শুরু হতে যাচ্ছে “১০০ জন নারীকে নিয়ে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং প্রশিক্ষন


 দিনাজপুর জেলা শহরে শুরু হতে যাচ্ছে “১০০ জন নারীকে নিয়ে ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং” এর উপর প্রশিক্ষন।

সরকারি অর্থায়নে সম্পূর্ণ ফ্রি তে শুধুমাত্র মহিলাদের জন্য ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং এর উপর উচ্চতর প্রশিক্ষণের সুযোগ। ঘরে বসে অথবা নিজের স্বাধীন ভাবে অনলাইনে আয় করার বিশাল সুযোগ।

যারা পড়াশুনা শেষ করে চাকুরি কিংবা আয়ের জন্য চেষ্টা করছেন, পড়াশুনার পাশাপাশি আয় করতে চান, সংসার বা অন্য কিছুর পাশাপাশি অনলাইনে/অফলাইনে আয় করতে চান তাদের জন্য বিশাল সুযোগ। ঢাকা থেকে দক্ষ ও ৬ বছরের+ অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষনটি পরিচালিত হবে। এই প্রশিক্ষনটি শুধুমাত্র নারীদের জন্য, যাদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইএসসি/সমমান পাশ অথবা ডিপ্লোমা অধ্যায়নরত, যাদের নিজেস্ব কম্পিউটার/ল্যাপটপ আছে, ইন্টারনেট ব্যবহারে সুযোগ আছে এবং কম্পিউটারের বেসিক জ্ঞান আছে তারাই প্রাথমিকভাবে নির্বাচিত হবে। কোনরকম ফি/খরচ নেওয়া অথবা দেওয়া হবে না। প্রশিক্ষন শেষে সফল প্রশিক্ষার্থীদেরকে সার্টিফিকেট দেওয়া হবে।

প্রশিক্ষনের বিষয়:

১. ওয়েব সাইট ডেভলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং

২. গ্রাকিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং


আসন সংখ্যা: ১০০

প্রতি ব্যাচে: ২৫ জন

স্থান: দিনাজপুর শহরে

মোট ক্লাশ: ৫০ টি

প্রতি ক্লাশের সময়: ৩ ঘন্টা


যোগাযোগ: দুসরা সফট লিমিটেড, উত্তর বালুবাড়ী (টিকিয়া পাড়া মসজিদের সামনে), দিনাজপুর।

মোবাইল: 01973-121843

অনলাইন রেজিষ্ট্রেশন লিংক: ictd.dusrasoft.com/apply/

আবেদন ফর্ম লিংক: https://ictd.dusrasoft.com/registration-form.pdf

E-Brochure: https://ictd.dusrasoft.com/e-brochure.pdf

ইমেইল: ictd@dusrasoft.com

প্রধান অফিস: বাড়ী-৭৯, রোড-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯


শর্তাবালী:

• অবশ্যই নিজেস্ব কম্পিউটার/ল্যাপটপ থাকতে হবে। ( Core i3/ Core i5 & 4/8 GB RAM )

• ইন্টারনেট ব্যবহারে সুযোগ থাকতে হবে। ভাল মানের হেডফোন ও মাউস থাকতে হবে।

• এইএসসি/সমমান পাশ অথবা ডিপ্লোমা অধ্যায়নরত হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

• বেসিক কম্পিউটার ও ইন্টার ব্যবহারে জ্ঞান থাকতে হবে।

• ইংরেজীতে যোগাযোগ করার মত জ্ঞান থাকতে হবে।

• লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষনের জন্য নির্বাচিত করা হতে পারে।

• নূন্যতম ৯০% ক্লাশে উপস্থিত হতে হবে।

• প্রতিদিন বাসায় নূন্যতম ৪ ঘন্টা অনুশীলন করতে হবে। প্রশিক্ষকের দেওয়া বাড়ীর কাজ প্রতিদিনেই জমা দিতে হবে।

• নিজের ক্যারিয়ার বা আয়ের উৎস হিসেবে ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং কে অন্যতম মাধ্যম হিসেবে নেওয়ার মানসিকতা।

• একজন একটি কোর্সে ভর্তি হতে পারবে।

Post a Comment

Previous Post Next Post