জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সকালে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায় অংশগ্রহণকারী ২৫ হাজার ১৪৩ জন ভর্তিচ্ছুর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৬৭৭ জন। পাসের হার শতকরা ৬২.৩৫ শতাংশ। ‘সি’ ইউনিটভুক্ত ইংরেজি বিভাগের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করেছেন। এ বিভাগে ছাত্রদের মধ্য প্রথম হয়েছে মো. মোস্তাফিজুর রহমান।

Post a Comment