ময়মনসিংহের ভালুকায় খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে হোটেল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ আগস্ট) বিকেলে পৌর শহরের সেভেন স্টার হোটেল মালিককে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) সালমা খাতুন।
খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বিকেলে স্থানীয় সংবাদকর্মী শফিউল্লাহ আনসারী তার সহকর্মী ছয়জন শিক্ষককে নিয়ে সেভেন স্টার হোটেলে খাবার খেতে যান।
নিরাপদ ও মানসম্মন খাবার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Post a Comment