লোড নিচ্ছি অপেক্ষা করুন

ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেল দুই যাত্রীর


গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার ভোরে  উপজেলার গোবিন্দগঞ্জের নাকাই হাটে এ দুঘটনা  ঘটে। গোবিন্দগঞ্জের ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি নৈশকোচ গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো দুইজন।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

আরও পড়ুন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে

Post a Comment

Previous Post Next Post