লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরলের এক মেধাবী ছাত্রের কিডনি ট্রান্সফারের জন্য দোয়া ও সাহায্য কামনা


 বিরলের এক মেধাবী ছাত্রের কিডনি ট্রান্সফারের জন্য দোয়া ও সাহায্য কামনা 


বিরল উপজেলা ছাত্র-কল্যাণ সমিতি, ঢাকা’র (বাসওয়াদ) সদস্য, মেধাবী ছাত্র মোঃ শাহ জামাল, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজে সমাজ-বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। তার গ্রামের বাড়ি উপজেলার ০৬নং ভান্ডারা ইউনিয়নের দৈকত বাড়ি গ্রামে।


মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি ঢাকায় টিউশনি করে তার পড়াশোনার ব্যয়ভার বহন করতো। ডাক্তার জানিয়েছে তার দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। তাই জরুরি ভিত্তিতে তার কিডনি ট্রান্সফার করতে হবে। এজন্য সে শ্যামলীর সিকেডি হাসপাতালে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকাল ৪টায় শাহ জামালের কিডনি ট্রান্সফারের জন্য অপারেশন শুরু হয়েছে।

আরো পড়ুনঃ বিরলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত

গত এক বছরে তার নামে থাকা ০৪ শতাংশ জমি, বড় ভাইদের গরু-ছাগল বিক্রি ও আশেপাশের মানুষের কাছে সাহায্য নিয়ে চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা করে। জামালের পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। 


জামালের অবস্থা বিবেচনা করে তাকে বাঁচাতে নিজ সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করার জন্য অনুরোধ করা হলো। আপনার এই সামান্য সাহায্য বাঁচাতে পারে জামালের জীবন। জরুরি ভিত্তিতে আর্থিক সাহায্য পাঠাতে যোগাযোগ করুন 01786-994951 (বিকাশ/নগদ/রকেট)।


ইতিমধ্যে বিরল উপজেলা ছাত্র-কল্যাণ সমিতি, ঢাকা’র (বাসওয়াদ) পক্ষ থেকে শাহ জামাল ভাইয়ের কিডনির অপারেশন এর জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে চিকিৎসা বাবদ অর্থ প্রদানকালে সংগঠনের সিনিয়র সদস্য সানোয়ার হোসেন, এডভোকেট আব্দুল আজিজ, কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মতিউর রহমান’সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post