বিরলে স্বামীর স্বীকৃতির দাবীতে নববধু রুনা'র অবস্থান
বিয়ের দুই বছর অতিবাহিত হলেও স্বামীর স্বীকৃতি দাবি নিয়ে স্বামীর বাড়িতে দুপুর থেকে অবস্থান নিয়েছে নববধু রুনা আকতার।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর গ্রামের খুশির মোহাম্মদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সরজমিনে গিয়ে জানা গেছে, একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে রুনা আকতারকে খুশির মোহাম্মদের ছেলে লাইছুর রহমান ৯ অক্টোবর/২০২০ কাবিন নামামুলে বিয়ে করেন। কিন্তু বিয়ে করার দুই বছর অতিবাহিত হলেও ছেলের পরিবার এ বিয়েকে মেনে নিচ্ছে এবং পুত্রবধুকেও বাড়িতে তুলছেন না।
অবঃশেষে আজ বাধ্য হয়ে নববধু রুনা আকতার স্বামীর স্বীকৃতি পাবার আশায় স্বামীর বাড়িতে গেলে স্বামীর পরিবারের লোকজন তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিলে রুনা আকতার বৃষ্টিতে ভিজেই বাড়ির বাইরে অবস্থান নিয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ওই বাড়ির বাইরেই অবস্থান করছিলেন নববধু রুনা আকতার।
বিয়ের দুই বছর অতিবাহিত হলেও স্বামীর স্বীকৃতি দাবি নিয়ে স্বামীর বাড়িতে দুপুর থেকে অবস্থান নিয়েছে নববধু রুনা আকতার।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের উত্তর বিষ্ণপুর গ্রামের খুশির মোহাম্মদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সরজমিনে গিয়ে জানা গেছে, একই গ্রামের আনারুল ইসলামের মেয়ে রুনা আকতারকে খুশির মোহাম্মদের ছেলে লাইছুর রহমান ৯ অক্টোবর/২০২০ কাবিন নামামুলে বিয়ে করেন। কিন্তু বিয়ে করার দুই বছর অতিবাহিত হলেও ছেলের পরিবার এ বিয়েকে মেনে নিচ্ছে এবং পুত্রবধুকেও বাড়িতে তুলছেন না।
অবঃশেষে আজ বাধ্য হয়ে নববধু রুনা আকতার স্বামীর স্বীকৃতি পাবার আশায় স্বামীর বাড়িতে গেলে স্বামীর পরিবারের লোকজন তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিলে রুনা আকতার বৃষ্টিতে ভিজেই বাড়ির বাইরে অবস্থান নিয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত ওই বাড়ির বাইরেই অবস্থান করছিলেন নববধু রুনা আকতার।

Post a Comment