বিরলে নিরাপদ ফসল গ্রাম তৈরীর লক্ষ্যে মতবিনিময় সভা অুনষ্ঠিত
২০২৩-২৪ অর্থবছরে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প’ এর আওতায় পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম তৈরীর লক্ষ্যে উপকার ভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) বিকালে উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রামে কৃষকদের সাথে এই মতবিনিময় সভা’র আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মতবিনিময় সভায় এসএপিপিও শাহজাহান আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। সভায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম প্রকৌশলী মামুনুর রশীদ মন্ডল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভজিত রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম বরকত উল্লাহ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায়, দৈনিক বিরল সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান’সহ স্থানীয় কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালিত প্রকল্পের আওতায় উপজেলার মাত্র ০৩টি গ্রামকে পুষ্টি গ্রামে রুপান্তরের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রাম সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় প্রকল্প কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এই গ্রামের ৭৮টি বাড়িতে পুষ্টি বাগান স্থাপন করা হবে। যারমধ্যে ১০টি বাড়িতে একক ফল বাগান, মিশ্র ফল বাগান, ভার্মি কম্পোস্ট ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উপজেলায় পুষ্টি গ্রাম স্থাপনের উদ্বোধনী দিনে ৭৮টি বাড়ির সদস্যদের মাঝে ২১ ধরনের সবজি বীজ, ১১ ধরনের চারা, বাগানের নিরাপত্তায় নেট, পানি দেওয়ার ঝাঝরি, জৈব সার, রাসায়নিক সার, গ্রীনক্যাল, বস্তায় আদা চাষের জন্য বস্তা এবং সাইনবোর্ড দেওয়া হয়।
@বিরলের সংবাদ

Post a Comment