বিরলের তেঘরায় খুৎবা প্রদান করবেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফআগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিট থেকে উপজেলার ০২নং ফরক্কাবাদ ইউপি’র তেঘরায় অবস্থিত আল-জামিআহ আস-সালাফিয়্যাহ’য় পবিত্র জুম'আর খুৎবা প্রদান করবেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ (হাফি.)।
Post a Comment