লোড নিচ্ছি অপেক্ষা করুন

হযতর মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় এক যুবককে জুতার মালা


হযতর মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় এক যুবককে জুতার মালা পড়িয়ে দিয়েছে আমজনতা।সুধু পড়িয়েই দেইনি জুতার মালা পড়িয়ে বাসায় পৌচ্ছে দেওয়ার পর ঐ যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানিয় জনতা।


আজ সকালে দিনাজপুরের বীরগন্জ উপজেলার আরিফ বাজারে ঘটেছে এই ঘটনা, জানা যায় উক্ত যুবক ইসলাম ও হযরত মুহাম্মদ (সা) কে নিয়ে কুটুক্তি করেছিলো যেটা ঐ এলাকার যুবসমাজ জানতে পারলে কনো ভাবে মেনে নিতে পারেনি।পরে অসংখ্য যুবক একত্রিত হয়ে ওই যুবককে জুতার মালা পড়িয়ে তার বাসায় নিয়ে আসেন,পরিবর্তিতে বীরগন্জ থানা পুলিশকে খবর দিলে উক্ত ব্যক্তিকে আটক করা হয়।

অপরাধীর কঠর শাস্তি ও সুষ্ঠ তদন্তের দাবি এলাকাবাসির।


শামিম রেজা 

নিজস্ব প্রতিবেদক 

বিরলের সংবাদ

Post a Comment

Previous Post Next Post