বিরলে টাপেন্টাডল ট্যাবলেটসহ সাবেক ইউপি চেয়ারম্যানের ভাতিজা গ্রেফতার
বিরল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৭ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট'সহ উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউনিয়নের রিয়াজুল এর পুত্র রায়হান (২৯) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রায়হান অত্র ইউনিয়নেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের ভাতিজা।
বিরল থানার এস.আই এনতাজুল হক জানান শনিবার (০১ জুন) রাত অনুমান সাড়ে ৮টা'র সময় মঙ্গলপুর সংলগ্ন ইউপি চেয়ারম্যান সিরাজুল এর খুলিয়ান থেকে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। সূত্রমতে গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার অফিসার ইনচার্জ শাহ গোলাম মাওলা'র নেতৃত্বে এস.আই এনতাজুল'সহ সঙ্গীয় ফোর্স মাদক বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় উক্ত রায়হানকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।
আটককৃত রায়হানের কাছে মাদক বিক্রির নগদ ৫ হাজার ২০০ টাকা, ১টি মোবাইল ফোন এবং ১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ। রবিবার (০২ জুন) আসামীর বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মাদক কারবারী রায়হান'কে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বিরল থানা পুলিশ।

Post a Comment