বিরল ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ
উপজেলার বিরল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের আজ বৃহস্পতিবার (১৬ মে) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। শপথ গ্রহণ শেষে সকল সদস্যদের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান মারুফ হোসেন।
এরপর বিকাল সাড়ে ৪টায় বিরল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তাদের’কে বরণ করে নেওয়া হয়েছে। প্রথমে গার্ড অব অনার দেন অত্র ইউনিয়নের গ্রামপুলিশ’গন এরপর ফিতা কেটে সভাকক্ষে প্রবেশ করেন চেয়ারম্যান’সহ অন্যান্য সদস্য’রা।
চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নেন অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব), হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, উদ্যোক্তা জেড.আই জহির’সহ অত্র ইউনিয়নের গ্রাম্যপুলিশ’গণ।
উল্লেখ্য যে, সদ্য সমাপ্ত বিরল ইউনিয়ন পরিষদের নির্বাচনে মারুফ হোসেন পূণরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিরল ইউনিয়নের সাধারণ সদস্যগণ হলেন;
০১নং ওয়ার্ডে তসলিম উদ্দীন।
০২নং ওয়ার্ডে ফারুক হোসেন (পূণরায়)।
০৩নং ওয়ার্ডে রেজাউল করিম।
০৪নং ওয়ার্ডে রাফিজুল ইসলাম জুয়েল (পূণরায়)।
০৫নং ওয়ার্ডে মতিউর রহমান মতি।
০৬নং ওয়ার্ডে মেহেদুল ইসলাম।
০৭নং ওয়ার্ডে আব্দুর রউফ (পূণরায়)।
০৮নং ওয়ার্ডে সাইদুর রহমান।
০৯নং ওয়ার্ডে রাহুল ইসলাম লোনা নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা সদস্যগণ হলেন;
১, ২ ও ৩নং ওয়ার্ডে সুলতানা পারভীন।
৪, ৫ ও ৬নং ওয়ার্ডে রুবিনা খাতুন (পূণরায়)।
৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সালমা বেগম।

Post a Comment