লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরলের উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিরলের উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

উপজেলার ০৯নং ইউপি’র উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্যে কালক্ষেপণ না করে নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তের পূর্বেই নিয়োগ প্রদানে তড়িঘড়ির গুরুতর অভিযোগ উঠেছে। 
বিভিন্নমহলে গোপনীয় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের অপচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের এরপর পূণরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর পূর্ব হতে মনোনীত প্রার্থীদের তড়িঘড়ি করে নিয়োগ বাস্তবায়নের অপচেষ্টা করায় নিয়োগ কার্যক্রম বন্ধসহ সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগ কারী সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান। 
তিনি অভিযোগে জানান, আমাদের এলাকায় শিক্ষার মান উন্নয়নে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তির্গের সহযোগিতায় উত্তর মাধবপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী নব সৃষ্ট পদে ০১ (এক) জন অফিস সহায়ক, ০১ (এক) জন পরিচ্ছন্নতা কর্মী ও ০১ (এক) জন আয়া নিয়োগ এর জন্য গত ২৮ জুন-২০২২ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক খোলা কাগজ ও দৈনিক জনমত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 
কিন্ত অতীব দুঃখের বিষয় উক্ত পত্রিকা দু’টি আমাদের উপজেলায় কোন সার্কুলেশন নাই কিংবা কোন পত্রিকা বিক্রেতা নিয়মিত সরবরাহ করেন না। আমরা বিষয়টি জানতে পেরে আবদেন করতে গেলে ১২ জুলাই-২০২২ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা এর ছুটির কারণে অফিস বন্ধ থাকায় ব্যাংক ড্রাফট করা সম্ভব হয় নাই। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি পরষ্পর যোগসাজসে উক্ত পদ সমূহে র্পূব হতে মনোনীত ব্যক্তিদের নিকট আর্থিক লেনদেন করায় এলাকার নিয়োগ প্রত্যাশী অন্যান্য প্রার্থীদেরকে বঞ্চিত করতে এমন কটুকৌশল করায় পূনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সকল নিয়োগ প্রত্যাশীকে অংশগ্রহণের সুযোগ প্রদানে জেলা প্রশাসক,  উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত আবেদন জানালে কটুকৌশলকারী প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি স্বীয় কৃতর্কম ধামাচাপা দিতে গত ৩১ জুলাই-২০২২ তারিখে পূণরায় আজকের পত্রিকা ও আলোকিত দিনাজপুর নামক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 
যার ফলে সকল নিয়োগ প্রত্যাশীর উক্ত নিয়োগ র্কাযক্রমে অংশগ্রহণের পথ সুগম হলেও অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জ্বিত প্রধান শিক্ষক একই ব্যক্তিকে বছরের পর বছর একটানা সভাপতি পদে আসিন করে র্পূব হতে মনোনীত ব্যক্তিদের নিকট আর্থিক লেনদেন জায়েজ করার জন্য হীন মনমানসিকতা বাস্তবায়নের অপচষ্টো করছে। 
তাই প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের র্পূবে এই নিয়োগ বাস্তবায়ন হলে প্রকৃত মেধাবী নিয়োগ প্রত্যাশীদের বাদ রেখে নিজেদের মনোনীত ব্যক্তিদের নিকট আর্থিক লেনদেন জায়েজ করতে পারে বলে আমরা আশংকা প্রকাশ করে জেলা প্রশাসক,  উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট পূণরায় আবেদন জানাই। 
উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সমাজ সেবা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেন।
উপজেলা সমাজ সেবা অফিসার আনিছুর রহমান গত ৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে তাঁর দপ্তরের ৪১.১.২৭১৭.০০০.১৬.১০১.১৫৮ নং স্মারকে আগামী ১৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সকাল ১০টায় অভিযোগকারী এবং অভিযুক্তদের যাবতীয় প্রমাণক ও স্বাক্ষী সমন্তসহ তাঁর কার্যালয়ে উপস্থিত থাকতে নোটিশ প্রেরণ করেন। 
উক্ত নোটিশ প্রেরণের সংবাদ পেয়ে সভাপতি ও প্রধান শিক্ষক তড়িঘড়ি করে নিয়োগ বাস্তবায়নে ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকাল ৩ টায় বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ প্রত্যাশীদের নিয়োগ নির্বাচনী (লিখিত ও মৌখিক) পরীক্ষা অনুষ্ঠানের পত্র প্রেরণ করে প্রার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানান। 
অভিযোগ তদন্তের পূর্বে তড়িঘড়ি করে নিয়োগ বাস্তবায়নের অপচেষ্টা বন্ধ করতে অভিযোগকারী সংশ্লিষ্ট প্রশাসনের পূণরায় হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সভাপতি ও প্রধান শিক্ষকের মুঠোফোনে আমাদের প্রতিবেদক কল দিলেও উনারা কল রিসিভ করেননি।
@সিনিয়র সাংবাদিক আতিউর রহমান আতিক ভাই।

Post a Comment

Previous Post Next Post