লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরলের প্রবীণ দলিল লেখক মকবুল মুহুরি আর নেই

বিরলের প্রবীণ দলিল লেখক মকবুল মুহুরি আর নেই

বিরল উপজেলার ০৬নং ভান্ডার ইউপি’র রামপুর (কামারপাড়া) গ্রাম নিবাসী বিরল সাব-রেজিঃ অফিসের সাবেক দলিল লেখক মকবুল হোসেন মুহুরি বার্ধক্যজনিত কারন বুধবার (০৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রামপুর (কামারপাড়া) গ্রামের বড় খিজুরাই পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করা হবে।
মরহুম মকবুল হোসেন বিরলের সংবাদ এর প্রতিষ্ঠাতা পরিচালক জেড.আই জহিরের মেঝ নানা, বিরল সাব-রেজিঃ অফিসের দলিল লেখক সমিতি’র সভাপতি শামসুল আলম মিলনের মেঝ চাচা এবং বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফরহাদ হোসেনের শ্বশুড় ছিলেন।
মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিরলের সংবাদ এর পক্ষ হতে তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post