লোড নিচ্ছি অপেক্ষা করুন

খানসামায় চুলার আগুনে গরুসহ ১১ ঘর পুড়ে ছাই


খানসামায় চুলার আগুনে গরুসহ ১১ ঘর পুড়ে ছাই
চুলার আগুনে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে ১১ ঘর পুড়ে ছাই।
ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চুলার আগুন থেকে রান্না ঘরে অগ্নিকান্ড শুরু হয়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে গেলে আশেপাশের ০৭টি পরিবারের ৩টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর, ৩টি শয়ন কক্ষ, খড়ি ঘর ২টি ও ১টি গরু পুড়ে যায়। পরে খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সকলকে সজাগ হতে হবে।
– বিরল প্রতিদিন নিউজ ডেস্ক –

Post a Comment

Previous Post Next Post