লোড নিচ্ছি অপেক্ষা করুন

হিলি স্থলবন্দরে অর্ধেকে এসে নেমেছে কাঁচা মরিচের দাম


হিলি স্থলবন্দরে অর্ধেকে এসে নেমেছে কাঁচা মরিচের দাম
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম অর্ধেকে এসে নেমেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দরের বিভিন্ন আড়তগুলোতে পাইকারি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে।
৯ মাস বন্ধ থাকার পর হিলিবন্দর দিয়ে গত ৮ আগস্ট থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরের কয়েক জন আমদানিকারক কাঁচা মরিচ আমদানি করছেন। এতে হিলি বন্দরের পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম অর্ধেকে এসে নেমেছে। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে গতকাল শনিবার সকালে হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মনতাজ আলী জানান, প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশের বাজার স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠানকে কাঁচা মরিচ আমদানির আইপি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তারপর থেকেই হিলি বন্দরের আমদানিকারকরা কাঁচা মরিচ আমদানি অব্যাহত রেখেছেন।

Post a Comment

Previous Post Next Post