বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক শফিকুল আজাদ মনি
বিরল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্বপাদক শফিকুল আজাদ মনিকে আহবায়ক ও রিয়াজুল ইসলাম রাজুকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখা কমিটির অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
ঘোষিত কমিটিতে যুগ্ম-আহবায়ক হিসেবে প্রভাষক বিধান দত্ত, সুনিল চন্দ্র রায়, সাব্বির আহম্মেদ সুজন, জয়ন্ত কুমার মিশ্র’র নাম ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় পররাষ্টমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, কার্য-নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু এর স্বাক্ষরিত বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার ৪৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহবায়ক শফিকুল আজাদ মনি ও সদস্য সচিব মোঃ রিয়াজুল ইসলাম রাজু, যুগ্ম-আহবায়কগণ’সহ সকল সদস্যবৃন্দ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, কার্য-নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, সাধারণ সম্পাদক নুরল ইসলাম ঠান্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশিদা হক কনিকা’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Post a Comment