লোড নিচ্ছি অপেক্ষা করুন

বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্যমতে বন্যার বিশেষ সতর্কবার্তা


 

বন্যার বিশেষ সতর্কবার্তা : পূর্বাভাসটি বেশি বেশি করে শেয়ার করুন


বাংলাদেশ আবহাওয়া অফিসের তথ্যমতে আসন্ন বৃষ্টিবলয় ‘ঢল-১’ এর প্রভাবে আগামী ১০-১২ (দশ-বার) দিন নিয়মিত দেশের উত্তরের ০৩ বিভাগে (রংপুর-ময়মনসিংহ-সিলেট) ভারী থেকে অতিভারী বর্ষণ হবে।


একইসাথে উজানে ভারতীয় ভুখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদী সমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে। 


এতে করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বন্যা প্রবণ নিচু এলাকাসমূহে ব্যন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


সুতরাং বন্যা পরিস্থিতি মোকাবিলায় উক্ত এলাকাসমূহে বন্যার পূর্ব প্রস্তুতি এবং ত্রাণ সংস্থাগুলোর নিজ নিজ অবস্থানে বিশেষভাবে প্রস্তুত থাকার জন্য আহবান করা হলো। সেই সাথে বন্যা পরবর্তী যেকোন সময়ের জন্য পর্যাপ্ত ত্রাণ এর মজুদ রাখায় বিশেষ গুরুত্ব দিতে হবে।


শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাগণ এখন থেকেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির মজুদ রাখুন নিজ নিজ তত্বাবধানে। যেকোন দুর্যোগ মোকাবিলা অধিকতর সহজভাবে করতে হলে পর্যাপ্ত পূর্ব প্রস্তুতির বিকল্প নেই। 


বিশেষ দ্রষ্টব্য- আগের বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যা প্রবণ নিচু-এলাকাসমূহে নতুন ঘর তৈরিতে পরবর্তী বন্যার ঝুঁকিকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া উচিত। নতুবা নতুন করে তৈরি ঘরসমূহ আবারও ক্ষতিগ্রস্থ হতে পারে।


তাই জনসাধারণকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার নিমিত্তে পূর্বাভাসটি নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি প্রচার করুন।


পূর্বাভাস প্রদানকারী :

Bangladesh Weather Observation Team - BWOT 

(A Virtual Weather Research Center of Bangladesh) 


প্রচারে : বিরলের সংবাদ।

Post a Comment

Previous Post Next Post