বিরলে দীর্ঘদিন বন্ধ থাকা পাকা রাস্তার কাজ পুণরায় চালু
উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোবরাবিল নামক এলাকায় দীর্ঘদিন যাবৎ ৪২ বিজিবি অধিনন্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকায় ৯২০ মিটার রাস্তা আন্তর্জাতিক সীমারেখার ১৫০ গজের মধ্যে হওয়ায় ভারতীয় বিএসএফ বাহিনীর আপত্তির কারণে পাকা রাস্তার নির্মাণ কাজ বন্ধ থাকে। পরবর্তীতে উভয় দেশের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মলনে উক্ত রাস্তা নির্মানের বিষয়ে আলোচনা পুর্বক অবশেষে বন্ধ থাকা পাকা রাস্তার কাজ পুণরায় চালু করার উদ্যোগ নেন।
এরই ধারাবাহিতকায় আজ মঙ্গলবার (০৪ জুন) বিকালে সরেজমিন পরিদর্শনে আসেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি, উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর, লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, পরিচালক, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), বিরল উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ইউপি সদস্য আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য আজাহার আলী পাটোয়ারী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিরল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায় প্রমুখ।

Post a Comment