বিরলের ৪ সন্তানের জনক শরিফুল ইসলাম কে বিরল উপজেলা পরিষদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন
বিরলের ৬ নং ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়া গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী মৌসুমী গত ৩১ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একইসাথে ৪ সন্তানের মা হয়েছে ।
তাই ৪ সন্তানের জনক শরিফুল ইসলাম কে বিরল উপজেলা পরিষদের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন ও তাঁদের সার্বিক খোঁজ খবর নেন।
বিয়ের ১০ বছর পর বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একে একে চারটি সন্তানের প্রসব করেন এই গৃহবধূ। এর মধ্যে ৩টি ছেলে ও ১টি মেয়ে। বর্তমানে চার নবজাতকসহ প্রসুতি মা সুস্থ রয়েছেন ।
বিষয়টি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় খুশি ও আনন্দের আমেজ বিরাজ করছে শরিফুল ইসলাম এর আত্মীয়-স্বজনসহ পুরো এলাকায়।
গৃহবধূ মৌসুমীর স্বামী শরিফুল স্ত্রী এবং নবজাতক সন্তানদেন সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Post a Comment