লোড নিচ্ছি অপেক্ষা করুন

শীতের টুপি দিয়ে নামাজ পড়া যাবে কি না


শীতের টুপি দিয়ে নামাজ পড়া যাবে কি না


 ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানে এক দর্শকের এমন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

তিনি বলেন, ‌‘নামাজের জন্য আলাদা করে কোনো টুপি নেই। কোনো নির্দিষ্ট টুপি নেই। আমরা ইসলাম থেকে দূরে সরতে সরতে এত দূরে গেছি যে, এখন মনে হচ্ছে—নামাজের জন্য বুঝি আলাদা টুপি আছে। 

এ ব্যাপারটি স্পষ্টভাবে বলি—আপনি যেকোনো টুপি পরেই নামাজ পড়তে পারেন। শীতের টুপি থেকে শুরু করে, যেকোনো টুপিতেই কোনো বাধা নেই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

Post a Comment

Previous Post Next Post