লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমজ সন্তানের নরমাল ডেলিভারী সম্পন্ন


বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমজ সন্তানের নরমাল ডেলিভারী সম্পন্ন


বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দম্পত্তির জমজ সন্তানের নরমাল ডেলিভারী সম্পন্ন হয়েছে। মা ও সন্তানেরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসবৃন্দ।
উপজেলার ০৫নং বিরল ইউনিয়নের ভরতপুর গ্রামের মফিজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী। আনছেনা বেগম এর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একে একে চার কন্যা সন্তান ঘরে আসে পর্যায়ক্রমে। 
কিন্তু ছেলে সন্তানের অভাববোধ থেকে আবারো গর্ভধারণ করেন আনছেনা। আর এবার সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে জমজ ছেলে সন্তানের জন্ম হয় এই পরিবারে। গর্ভধারণের শুরু থেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ও পরামর্শ নিয়ে চলেছেন। 
আনছেনা বেগম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা সঠিক সময়ে সঠিক পুষ্টি সম্পন্ন খাবার ও ঔষধের পরামর্শ দিয়ে এসেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জানান, মা ও সন্তানেরা হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মা ও সন্তানেরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানালেন সিনিয়র সাংবাদিক আতিউর রহমান আতিক।

Post a Comment

Previous Post Next Post