‘চাকদা এক্সপ্রেস’-এ কোহলির পরামর্শ কাজে লাগিয়েছেন আনুশকা
ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে।ক্যামেরার সামনে কীভাবে ঝুলন গোস্বামী হয়ে উঠলেন, সেই তথ্য এবার ফাঁস করলেন আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের কিছু মুহূর্ত। তাতেই মুগ্ধ নেটিজেনরা।
কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তার রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন আনুশকা।ছবির পরিচালক প্রসিত রায়ের মতে, এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে।
প্রথমে করোনা, পরে আনুশকা অন্তঃস্বত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী আনুশকাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে আনুশকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিপাড়ায় রটে যায়। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, তা আনুশকার পরের পোস্টেই জানা যায়। প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করেন আনুশকা।
নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’। শোনা গিয়েছে, ছবির জন্য আনুশকাকে ঝুলন তো সাহায্য করেছেনই পাশাপাশি ক্রিকেটের খুঁটিনাটি বুঝতে স্ত্রীকে সাহায্য করেছেন বিরাট কোহলি। আনুশকার ‘মেকওভারের’ পিছনেও নাকি রয়েছে বিরাটের পরামর্শ।
ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল আনুশকা শর্মাকে।ক্যামেরার সামনে কীভাবে ঝুলন গোস্বামী হয়ে উঠলেন, সেই তথ্য এবার ফাঁস করলেন আনুশকা শর্মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিংয়ের কিছু মুহূর্ত। তাতেই মুগ্ধ নেটিজেনরা।
কীভাবে বলের গ্রিপ ধরেন ঝুলন? কেমন তার রান-আপ, বল করার কায়দা? ডেলিভারি কীভাবে করতে হবে? সবই শিখেছেন আনুশকা।ছবির পরিচালক প্রসিত রায়ের মতে, এ ছবি পুরোটাই ঝুলনের সংগ্রামের। কীভাবে চাকদার মতো একটি ছোট্ট জায়গা থেকে আসা মেয়ে দেশের মহিলা ক্রিকেট টিমের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠল, সেই কাহিনি সিনেমায় ফুটিয়ে তোলা হবে।
প্রথমে করোনা, পরে আনুশকা অন্তঃস্বত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী আনুশকাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে আনুশকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিপাড়ায় রটে যায়। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, তা আনুশকার পরের পোস্টেই জানা যায়। প্রস্তুতির একাধিক ছবি শেয়ার করেন আনুশকা।
নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’। শোনা গিয়েছে, ছবির জন্য আনুশকাকে ঝুলন তো সাহায্য করেছেনই পাশাপাশি ক্রিকেটের খুঁটিনাটি বুঝতে স্ত্রীকে সাহায্য করেছেন বিরাট কোহলি। আনুশকার ‘মেকওভারের’ পিছনেও নাকি রয়েছে বিরাটের পরামর্শ।

Post a Comment