দিনাজপুর সাইকেল চুরির সময় হাতে নাতে ধরে ফেলা হয়
গতকাল সোমবার রাত ০৯ টায় আমাদের পাহাড়পুরের বাসা থেকে সাইকেল চুরি করে পালানোর সময় এই ছেলেটিকে হাতে-নাতে ধরে ফেলা হয়। এরপর সে স্বীকার করে আগের দিন রাত তিনটায় তারা তিনজন পাশের বাড়ির লিফটের তার কেটে নিয়ে গেছে। তারের মূল্য প্রায় বিশ হাজার টাকা হলেও এরা মাত্র চার হাজার টাকায় বিক্রি করেছে। কিছুদিন আগে একই বাসা থেকে সাইকেল নিয়ে গেছে যা আমাদের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত আছে। আরেক বাসা থেকে ল্যাপটপ নিয়ে গেছে। আশেপাশের অনেকের জিনিসপত্র হারানো গেছে। এই নেশাখোর ছেলেটার সঙ্গে গাঁজা, ব্লেড ও কাঁচি পাওয়া যায়। এর পর পুলিশ আসলে জানা যায়, এই ছেলে এক-দুই মাস পরপরই ধরা পড়ে। কিন্তু কিশোর আইন থাকায় তাকে কিছু করা যায় না। তাকে পুলিশ থানায় নিয়ে গেছে। সে হয়তো শীঘ্রই ছাড়া পাবে। সাবধানে থাকবেন।

Post a Comment