লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরলে তুচ্ছ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান’সহ ০৪ জন আহত


 বিরলে তুচ্ছ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান’সহ ০৪ জন আহত

উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে নিমতলী পুুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান’সহ ০৪ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, পিরোজপুর গ্রামের নিমতলী পুকুরটি নিয়ে স্থানীয়দের মাঝে দু’টি পক্ষ সৃষ্টি হয়ে এর দখলকে কেন্দ্র করে দীর্ঘ বিরোধ চলে আসছে। উক্ত পুকুরে আজ শনিবার (১৩ আগস্ট) সকালে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাবুল চন্দ্র সরকার মাছ ধরতে গেলে সাবেক মেম্বার মাধব চন্দ্র সরকার এর পক্ষের লোকজন বাঁধা দেয়। 
বাকবিতন্ডার এক পর্যায়ে শুরু হয় মারপিট। উক্ত মারপিটে একই ইউনিয়নের গছহাটা গ্রামের মৃত দিনেশ চন্দ্র সরকারের ছেলে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাবুল চন্দ্র সরকার ও তাঁর দুই ছেলে সুরঞ্জিৎ চন্দ্র সরকার এবং ইন্দ্রজিৎ চন্দ্র সরকার’সহ একই এলাকার কিরী চন্দ্র সরকারের ছেলে বিজয় চন্দ্র সরকার আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন।

– বিরল প্রতিদিন নিউজ ডেস্ক –

Post a Comment

Previous Post Next Post