লোড নিচ্ছি অপেক্ষা করুন

বগুড়ায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে অস্ত্র মামলার ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আশরাফুল ইসলাম পাভেলকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি আদমদীঘির কলসা সাঁতাহার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বুধবার সকালে সান্তাহার হার্ভে স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সান্তাহার পৌর বিএনপির রাজনীতির সাথে জড়িত।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার কলসা সাঁতার এলাকার আশরাফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত ২ আগষ্ট বগুড়া জেলা জজ আদালত  অস্ত্র মামলায় ১৫ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। সে বহুদিন যাবত পলাতক ছিল। গত বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার হার্ভে স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, বুধবার দুপুরে পাভেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post