লোড নিচ্ছি অপেক্ষা করুন

তিনমাস পর হারানো মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ


নীলফামারীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল তিনমাস পর উদ্ধার করেছে পুলিশ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধার করে শুক্রবার বিকেলে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে নীলফামারী সদর থানা পুলিশ।
এর আগে মোবাইলটি হারিয়ে গেলে গত ১২মে নীলফামারী সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে মোবাইলটির মালিক সাংবাদিক আব্দুর রশীদ শাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার এসআই হারুন অর রশীদ।
তিনি বলেন,  সাংবাদিক আব্দুর রশীদ শাহ-এর ব্যবহারকৃত মোবাইলটি গত মে মাসে হারিয়ে গেলে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর প্রায় তিন মাস পর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরে পার্বতীপুর থেকে মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন ।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইলটি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিক আব্দুর রশীদ শাহ। তিনি বলেন, মোবাইলটিতে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। মোবাইলটি পেয়েছি কিন্তু চোর  গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো ডিলেট করে দিয়েছে। তবে হারানো মোবাইলটি ফিরিয়ে দেওয়ার জন্য  পুলিশকে অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post