লোড নিচ্ছি অপেক্ষা করুন

আবার নতুন গান নিয়ে আসছেন জেমস


আবার নতুন গান নিয়ে আসছেন জেমস
দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার জেমসের নতুন গান অনুরাগীদের জন্য যেন পূজার প্রসাদ। তবে তা সহজে মেলে না। দেবতারা যেমন কালেভাদ্রে বর দেন জেমসও তেমন কালেভাদ্রে নতুন গান উপহার দেন তার ভক্তদের।
সম্প্রতি জানা গেল, ‘ফের নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবে তো বিজ্ঞাপন শুরু হলো। গান মুক্তি পেতে এক মাসের মতো লাগবে। আপাতত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। কাজ চলছে। মাস খানেক পর সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’
একযুগ পর গেল রোজার ঈদে জেমস তার সবশেষ মৌলিক গান ‘আই লাভ ইউ’ উপহার দেন। মাঝের এই দীর্ঘ সময়ে দেশে-বিদেশে নিয়মিত গান করেছেন তিনি। সেইসঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তার মতো করে। বলিউডের একটি চলচ্চিত্রে অভিনয় করতেও দেখা গেছে তাকে।
জানা গেছে, ‘আই লাভ ইউ’ গানটির মতো মুক্তির মিছিলে থাকা জেমসের নতুন গানটিও প্রকাশ পাবে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে।

Post a Comment

Previous Post Next Post