লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরলে ভ্রাম্যমান আদালতের ২৩ হাজার টাকা জরিমানা আদায়


বিরলে ভ্রাম্যমান আদালতের ২৩ হাজার টাকা জরিমানা আদায়
নিত্য পণ্য খাদ্যশস্য’সহ ধান ও চালের বাজার দর ঊর্ধ্ব গতির কারণে বিরলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি দোকান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। 
বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টা হইতে দুপুর ২টা পর্যন্ত বিরল পৌর-শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আফছানা কাওছার।
বিরল পৌরসভা বাজারে মেসার্স জাকারিয়া স্টোর প্রোপাইটার মোঃ জুলফিকার আলী ভুট্টু’র মুদির দোকানে খাদ্য বিভাগীয় লাইসেন্স না থাকায় এবং বাজারদর মূল্য তালিকা না টাঙ্গানোর কারণে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৩ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  
এছাড়াও বেকারির দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল খাদ্যশস্য থাকার কারণে যথাক্রমে ১০ হাজার এবং ৮ হাজার মাধ্যমে জরিমানা করা হয়।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুন্নবী’সহ ইউএনও অফিসের কর্মচারীবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post