বিরলে মাধববাটী প্রিমিয়ার লিগ ফুটবলের শুভ উদ্বোধন
মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের আয়োজনে ২য় বারেরমত মাঠে গড়ালো মাধববাটী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২২। আজ শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪টায় মাধববাটী মাঠে অনুষ্ঠিতব্য ০৪ দলের এই টুর্নামেন্ট'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাবল লিগ ভিত্তিক এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা এবং ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন।
উদ্বোধনী খেলায় মোকাবেলা করে গতবারের দুই ফাইনালিষ্ট। আজ গতবারের চ্যাম্পিয়ন রইসুল ইসলামের করলা নবীন সংঘ’কে ০-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে গতবারের রানার-আপ সাইদুর রহমানের এম.বি.ই বিক্স।
উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন দিনাজপুর জেলা রেফারি সমিতি’র অন্যতম সদস্য আল মুসা, আবু বক্কর সিদ্দিক ও ভাড়াডাঙ্গী দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আমিনুল ইসলাম। আর ম্যাচের ধারাবিবরণী প্রচার করেন উপজেলার জনপ্রিয় কণ্ঠস্বর রাজু হোসেন।
আগামীকাল শনিবার (১৩ আগস্ট) একই মাঠে বিকাল ৫টায় মফিজুল ইসলামের বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিপক্ষ জাহিদুল মাস্টারের করলা মাধববাটী কিং (কে.এম.কে)।
টুর্নামেন্টের প্রতিটি খেলা মাঠে গিয়ে উপভোগ করার জন্য মরহুম মহসীন আলী স্মৃতি সংঘের পক্ষে আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি খুরশিদ আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিলন।
এদিকে আজকেরমত মাধববাটী মাঠ থেকে প্রতিটি খেলার লাইভস্কোর আপডেট জানাবে টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বিরলের সংবাদ।
– বিরল প্রতিদিন নিউজ ডেস্ক –

Post a Comment