লোড নিচ্ছি অপেক্ষা করুন

দিনাজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

দিনাজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। আজ  বৃহস্পতিবার দুপুরে বিচারক শরিফ উদ্দীন আহমেদ এই আদেশ প্রদান করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তপন চন্দ্র রায় (৩৮) পার্বতীপুর উপজেলার অসুরকোট মেম্বারপাড়ার মৃত সচিব রায়ের ছেলে। দিনাজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন এর আগে গত ২০১৯ সালের ১৯ মার্চ চিরিরবন্দর উপজেলার পুনপট্টি ইউনিয়নের বাক প্রতিবন্ধী কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি দেখে ফেললে তপন চন্দ্র রায় পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। চিরিরবন্দর থানা পুলিশ তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন এপিপি তৈয়বা বেগম । তিনি বলেন মামলাটি ৩ বছরের শেষ করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা ধর্ষণের ঘটনা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাই আদালতের বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদাণ্ডের আদেশ প্রদান করেছেন। রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি।

Post a Comment

Previous Post Next Post