লোড নিচ্ছি অপেক্ষা করুন

বিরল ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিতরণ


বিরল ইউনিয়নে ভর্তুকি মূল্যে টিসিবি'র পণ্য বিতরণ
উপজেলার ০৫নং বিরল ইউনিয়নে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)'র পণ্য বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আজ সাশ্রয়ী মূল্যে একসঙ্গে ৩টি পণ্যের প্যাকেট পেয়েছেন ৩ হাজার ৪৬ জন কার্ডধারী।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বুনিয়াদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবি’র পণ্য বিতরণের শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ হোসেন।
এসময় বিভিন্ন ওয়ার্ডের সদস্য-সদস্যাবৃন্দ'সহ বিরল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
অত্র ইউনিয়নের ৩ হাজার ৪৬ জনের মাঝে ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল প্যাকেজ মূল্য ৪০৫/- (চারশত পাঁচ) টাকা হারে বিক্রি করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post