লোড নিচ্ছি অপেক্ষা করুন

ছবির প্রচারে গিয়ে ভক্তকে চড় মারলেন সামান্থা

ছবির প্রচারে গিয়ে ভক্তকে চড় মারলেন সামান্থা
বর্তমান সময়ের দক্ষিণী ও মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নাম সামান্থা রুথ প্রভু। সুন্দর অভিনয় আর ব্যাক্তিগত জীবন নিয়ে সব সময়ই থাকেন আলোচনায়। বিশেষ করে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর যেন আলোচনা থামছেই না। এরই মধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে আচমকাই এক ভক্তকে চড় মেরে বসলেন নায়িকা। কথাটি শুনে অবাক হলেও এটাই সত্যি।
মুম্বাইয়ের এক সংস্থা সূত্রে খবর, ‘ইয়ে মায়া চেসাভা’ ও ‘বৃন্দাভনম’-এর সাফল্যের পর তিরুপতিতে এক ছবির প্রচারে যান নায়িকা। সামান্থাকে দেখতে তখন উপচে পড়ে ভিড়। এরই মধ্যে এক ভক্ত নায়িকাকে টেনে ধরে। এমন ভাবে টেনে ধরেছিল যে তার দেহরক্ষীরাও সেই ভক্তকে সামলাতে পারছিল না। এমন সময় রেগে গিয়ে তাকে কষিয়ে চড় মারেন সামান্থা।বর্তমানে তার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণ ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।
 

Post a Comment

Previous Post Next Post