বিরলে আগুনে পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন
উপজেলার ০৪নং শহরগ্রাম ইউপি’র নাড়াবাড়ী বাজারে সিফাত মেডিকেল ষ্টোর আগুনে পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যরাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিফাত মেডিকেল ষ্টোরের স্বত্তাধিকারী রেজওয়ানুর ইসলাম বাবু।
তিনি আর্তনাদ করে অভিযোগের সুরে জানালেন এ ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেছি। কে বা কারা আমার দোকানে আগুন দিয়েছে। আগুনে পুড়ে আমার ২৫ থেকে ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
তবে কি ভাবে আগুনের সূত্রপাত তার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
এদিকে দুপুর নাগাদ সিফাত মেডিকেল ষ্টোরের সার্বিক খোঁজ খবর নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ০৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন ঃ দ্রব্য মূল্য কমানোর দাবিতে বিরলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
– বিরল প্রতিদিন নিউজ ডেস্ক –

Post a Comment