লোড নিচ্ছি অপেক্ষা করুন

দিনাজপুরে বৃষ্টিতে খেলতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র


 

দিনাজপুরে বৃষ্টিতে খেলতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র                      
দিনাজপুর বৃষ্টিতে খেলতে গিয়ে বজ্রপাতে নীরব নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ জুলাই) বিকেল ৪টায় চুনিয়াপাড়া গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

মৃত নীরব সদর উপজেলা ৫ নম্বর শশরা ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে এবং দিনাজপুর পুলিশ লাইন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
 
স্থানীয় ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পুলিশ লাইনস স্কুল থেকে আসার পর বাড়ির সামনে চাচাতো ভাই নজরুলের সঙ্গে বৃষ্টিতে খেলতে গিয়ে বজ্রপাতে আহত হন নীরব।

তার অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

– বিরলের সংবাদ নিউজ ডেস্ক –

Post a Comment

Previous Post Next Post