লোড নিচ্ছি অপেক্ষা করুন

ক্যারিয়ার অলিম্পিয়াড বিরল উপজেলা কমিটি’র নেতৃত্বে আরিফ ও সাথী


 

ক্যারিয়ার অলিম্পিয়াড বিরল উপজেলা কমিটি’র নেতৃত্বে আরিফ ও সাথী


"তোমার দক্ষতা, তোমার ক্যারিয়ার" এই স্লোগানকে সামনে রেখে ৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডার প্রাপ্ত গাজী মিজানুর রহমানের নেতৃত্বে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারেরমত সারাদেশব্যাপী শুরু হয়েছে "বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড"। 


দেশের প্রতিটি জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তারই ধারবাহিকতায় বিরল উপজেলা কমিটি’র অনুমোদন দেওয়া হয়েছে।


উপজেলা কমিটি’তে কো-অর্ডিনেটর হিসেবে মো. আরিফ হোসেন এবং সহকারী কো-অর্ডিনেটর পদে সাথী আক্তার এর নাম ঘোষণা করা হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত বিরল উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন এবং সাথী আক্তার’কে বিরল উপজেলাবাসী ও বিরলের সংবাদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। 


এদিকে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর কেন্দ্রীয় কমিটির উপজেলা পর্যায়ে বিরল উপজেলার 

Upazila Coordinator ও Assistant Upazila Coordinator এর অধীনে,

1. Upazila School Team Manager

2. Upazila Madrasha Team Manager

3. Upazila Polytechnic Team Manager

4. Campus Coordinator নিয়োগ দেওয়া হবে। 


যারা আগ্রহী তারা বিরল উপজেলা প্রতিনিধি আরিফ হোসেন এবং সাথী আক্তার-এর সাথে যোগাযোগ করুন।


বিঃদ্রঃ আগ্রহীদের অবশ্যই বিরল উপজেলার শিক্ষা-প্রতিষ্টানের ছাত্র/ছাত্রী হতে হবে।

Post a Comment

Previous Post Next Post