লোড নিচ্ছি অপেক্ষা করুন

নিন্দুকেরা সব সময় নিন্দাই করবেন: পূর্ণিমা


 নিন্দুকেরা সব সময় নিন্দাই করবেন: পূর্ণিমা                         

নতুন সংসারে সুখেই সময় কাটছে পূর্ণিমার। স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আনন্দঘন পরিবেশে আছেন তিনি। তবে তার ফের বিয়ের পিঁড়িতে বসাটা ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। চলছে আলোচনা ও সমালোচনা। কিন্তু এসবে পাত্তা দিচ্ছেন না তিনি। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন সে কথা।

বিয়ে নিয়ে নেতিবাচক আলোচনা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, যেকোনো ঘটনা কিংবা বিষয়ে মানুষের ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড দেখা যায়। এটা সবসময়ই হয়। আমি সেসব নিয়ে মোটেও ভাবি না।

বিয়ে করে খারাপ কিছু করেননি উল্লেখ করে এই অভিনেত্রী আরো বলেন, আমি তো নেতিবাচক কাজ করিনি। তাই কোনো ধরনের সমালোচনা গুরুত্ব দিচ্ছি না। যারা নিন্দুক, তারা সব সময় নিন্দাই করবেন। তার জন্য কি থেমে থাকব? মোটেও না।

অনেকদিন হলো অভিনয়ে দেখা যাচ্ছে না পূর্ণিমাকে। কারণ হিসেবে জানালেন, মানসম্মত কাজ না পাওয়ায় অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে অনুরাগীদের বেশিদিন অপেক্ষা করতে হবে না বলে আশ্বাস দিলেন তিনি। চলতি বছরেই ‘গাঙচিল’ নামে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হয়েছে এই ছবির।

Post a Comment

Previous Post Next Post