লোড নিচ্ছি অপেক্ষা করুন

দিনাজপুরে স্টিকার পরিবর্তন করে মূল্য বৃদ্ধি, গুনতে হলো জরিমানা


 

দিনাজপুরে স্টিকার পরিবর্তন করে মূল্য বৃদ্ধি, গুনতে হলো জরিমানা               
দিনাজপুরে ইলেকট্রনিক্স দোকানে পৃথক অভিযান চালিয়ে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই ) সকাল ১১টা থেকে শহরের পৃথক দোকানে চার্জার ফ্যান, চার্জার এলইডি লাইট, চার্জার টর্চ লাইটের কভারের এমআরপির স্টিকার পরিবর্তন করে মূল্যবৃদ্ধি করার অভিযোগে এই জরিমানা করা হয়।
 
দিনাজপুর ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদফতর সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের রেল রোডস্থ রায়পুর ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে স্টিকার পরিবর্তনের প্রমাণ পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শহরের গণেশতলা রোডস্থ গুলশান মার্কেটের পেছনে এসকিউ ক্যাবল অপারেটরের দোকানে একই অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দিনাজপুর শহরের চাউলিয়া পট্টি সুপারস্টার ডিলার শোরুমে অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। 

তিনি আরো বলেন, ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড প্রমাণিত হলে বড় ধরনের অর্থদণ্ড বা জেল-জরিমানা প্রদান করা হবে বলে সতর্ক করা হয়েছে।  

Post a Comment

Previous Post Next Post