বিরলে বজ্রপাতে এক মহিলার মৃত্যু : আহত ০৩
বিরলে বজ্রপাতে ০১ জন নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও ০৩ জন শ্রমিক। নিহত নারী শ্রমিক উপজেলার ০৯নং মঙ্গলপুর ইউপি’র রুদ্রপুর গ্রামের পরিমল চন্দ্র রায়ের স্ত্রী শান্তনা বালা রায় (৩৫)।
ঘটনায় আহতরা হলেন একই গ্রামের জটুয়া রায়ের ছেলে নবানু চন্দ্র রায় (৪০), স্বর্ণ চন্দ্র রায়ের সকালী বালা রায় (৩৮) ও শুসেন চন্দ্র রায়ের স্ত্রী হৈমন্তি বালা রায় (৩৪)।
এলাকাবাসীর বরাত জানা গেছে, আজ শনিবার (৩০ জুলাই) বিকাল ৪টার দিকে বাড়ীর পাশে মাঠে আমন রোপা বপনের কাজ করার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে শান্তনা বালা গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহতরা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম।

Post a Comment