লোড নিচ্ছি অপেক্ষা করুন

ট্রেনের ধাক্কায় মাইক্রো বাসের ১৩ জন যাত্রী নিহত


 

চট্টগ্রামের মিরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার খৈয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। ধারণা করা হচ্ছে এতে মাইক্রোতে থাকা সবার মৃত্যু হয়েছে।

, তাৎক্ষণিকভাবে নিহত কারোই পরিচয় জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে জানান, মাইক্রোবাসটি গেটম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

Post a Comment

Previous Post Next Post