লোড নিচ্ছি অপেক্ষা করুন

খোলা জায়গায় মল ত্যাগে শীর্ষে রংপুর


 

"খোলা জায়গায় মল ত্যাগে শীর্ষে রংপুর" 


সম্প্রতি জনশুমারীর কিছু রিপোর্ট প্রকাশ পেয়েছে। কিছু নিউজ পোর্টাল ফলাও করে প্রকাশ করেছে এই শিরোনামে। 


নিউজের বর্ণনায় লেখা রংপুর বিভাগ। জনগণ কে এভাবেই বিভ্রান্ত করা হচ্ছে । নিউজ পোর্টাল গুলোর টার্গেট থাকে কিভাবে জনগণ কে নিউজ খাওয়ানো যায়, সেটা যেভাবেই হোক। 


বাস্তবতায় আসি... গত ১০ বছরে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা প্রভৃতি জেলায় নদী ভাঙ্গনের কারণে কত হাজার মানুষ ভূমিহীন হয়েছে এসব খোঁজ রেখেছেন কখনও?? বন্যার কারণে কত কৃষকের ফসল নষ্ট হয় তার খোঁজ রাখেন???


যেখানে জীবন বাঁচানো দায় এসব এলাকার মানুষের  সেখানে টয়লেট নিয়ে বিদ্রুপ করতেছেন সমগ্র দেশবাসী।


সিলেটের এক বন্যাতেই সিলেটের মানুষের হাহাকার শুরু হয়ে গিয়েছিল। এরকম বন্যা কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধার মানুষ প্রতি বছরে দেখে, ভাগ্য সুপ্রসন্ন হলে দুইবার কিংবা তিনবার পর্যন্তও দেখে। এসব এলাকার মানুষ এত হাহাকার করেনা। আজ হয়তো সিলেটের মানুষ বুঝতে পেরেছে আমাদের এলাকার মানুষের কষ্ট। জলবায়ু পরিবর্তনের কারণে আপনার এলাকাতেও প্রাকৃতিক দুর্যোগ আসলে অবাক হবনা ।  


বিদ্রুপ করার আগে রংপুর বিভাগকে জানুন, তার জেলা সম্পর্কে জানুন। 

Post a Comment

Previous Post Next Post