বিরলে বিদুৎচালিত সেচ যন্ত্র দিয়ে পুকুরে পানি উত্তোলনকালে বিদুৎস্পৃস্ট হয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ীর পার্শ্ববর্তী পুকুর থেকে পানি উত্তোলনকালে উপজেলার বিজোড়া ইউপি’র বিস্তইড় (দক্ষিণপাড়া) গ্রামের আব্দুল এর পুত্র রুহুল আমিন (১৫) বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হলে তারে জড়িয়ে পড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে রিক্সাভানযোগে বিরল উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, বুধবার রাত ১১ টার দিকে কিশোর রুহুল আমিনের দাফন সম্পন্ন করা হয়েছে।

Post a Comment